WB Local Train : রবিবার থেকে রাজ্যে শুরু শহরতলির ট্রেন পরিষেবা, খুশি নিত্যযাত্রীরা - দক্ষিণ 24 পরগনা
🎬 Watch Now: Feature Video
নবান্নের তরফে শুক্রবার জানানো হয়েছে, 31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হবে শহরতলির ট্রেন পরিষেবা । পূর্ব রেলওয়ে লোকাল ট্রেন চালুর সবরকম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল । কিন্তু নবান্ন থেকে অনুমতি না মেলা পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব হচ্ছিল না । এদিকে স্টাফ স্পেশ্যাল ট্রেনে ভিড় বাড়ছিল ৷ তাই এ খবর যে রাজ্যবাসীকে জন্য স্বস্তি দিল তাতে সন্দেহ নেই ।