বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার পর BSF-এর নজরদারিতে ছটপুজো - মেখলিগঞ্জে BSF-এর নজরদারি
🎬 Watch Now: Feature Video
তিন বছর আগে ভারত-বাংলাদেশ সীমান্তে মেখলিগঞ্জে ছটপুজো চলার সময় ধরলা নদীর ঘাটে হামলা করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা । লন্ডভন্ড হয়ে গিয়েছিল ছটপুজো । তারপর থেকে প্রতিবছর পুজোর সময় অতিরিক্ত BSF জওয়ান এই সীমান্তে মোতায়েন করা হয় । এবছর BSF-এর কড়া নজরদারিতে নির্বিঘ্নে ছটপুজো হয়েছে ।