Puja Parikrama : ধলডাঙায় স্বাস্থ্যবিধি মেনে 'সোনার স্বর্গ'-এ পূজিত হচ্ছেন উমা - Bankura
🎬 Watch Now: Feature Video
স্বাস্থ্যবিধির পাশাপাশি শাস্ত্রবিধি মেনে পালিত হচ্ছে ধলডাঙা সর্বজনীন দুর্গোৎসবের পুজো । এবছরের তাদের থিম 'সোনার স্বর্গ' ৷ প্যানডেমিক পরিস্থিতিতে যখন সকল সামাজিক আঙ্গিক ম্লান হয়ে পড়েছে, ঠিক তখনই পুজো উদ্যোক্তারা মাকে প্রতিষ্ঠা করেছেন সোনার স্বর্গে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে ৷ তবে ভিড় সামাল দিতে এবং করোনা বিধি মেনে যাতে পুজো এবং মণ্ডপ দর্শন করা যায়, তার জন্য প্রস্তুত পুজো উদ্যোক্তারা ৷ যেসব দর্শনার্থীদের মুখে মাস্ক থাকছে না, তাঁদের ভলান্টিয়ার মাস্ক দিচ্ছেন ৷ তারপরই তাঁরা মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারছেন ৷ পুজো কমিটির তরফে জানানো হল, হাইকোর্ট এবং প্রশাসনের সকল নির্দেশিকা মেনেই তাঁরা পুজো করছেন ৷