রাগ করে বাপের বাড়িতে স্ত্রী, ফেরাতে হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে যুবক - আসানসোল
🎬 Watch Now: Feature Video
মদ খাওয়া নিয়ে বাড়িতে অশান্তি চলত । অশান্তির জেরে স্ত্রী রাগ করে চলে গিয়েছেন বাপের বাড়ি । সেই দুঃখে এবার মদ্যপ যুবক চড়লেন হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে । অনেক বুঝিয়ে স্থানীয়রাই তাঁকে নিচে নামান । এদিন আসানসোলের সালানপুর থানার সামডি গ্রামে ঘটনাটি ঘটেছে । সুখরাম কেওট মদ্যপ অবস্থায় বাড়িতে এসে প্রায়ই অশান্তি করতেন । তাই তাঁর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান । সেই দুঃখেই রবিবার বিকেলে মদ্যপান করে হাইটেনশন তারের টাওয়ারে উঠে পড়ে সুখরাম । স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন । কিন্তু সুখরাম জানায়, তার স্ত্রী না ফিরলে তিনি নামবেন না । শেষে প্রতিবেশীরা স্ত্রীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলে তবেই নিচে নামেন সুখরাম । দীর্ঘক্ষণ ধরে এই ঘটনা ঘটলেও পুলিশ না আসায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে ।