Santipur Municipality : শান্তিপুর পৌরসভায় বিজেপির সমর্থনে তৃণমূলের মুখরক্ষা ? মানতে নারাজ তৃণমূল বিধায়ক - Santipur Municipality

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 19, 2022, 10:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

দু'দিন আগেই শান্তিপুর পৌরসভায় (Santipur Municipality) চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয় ৷ শপথ নেন 24 জন কাউন্সিলরও ৷ চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে ভোটে সমান ভাগে ভাগ হয়ে যায় । পূর্ব ঘোষিত চেয়ারম্যান পান 12টি ভোট এবং বিরোধী পক্ষে দাঁড়ানো কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক পান 12টি ভোট । বৃন্দাবন প্রামাণিকের দাবি, তিনি তৃণমূল কাউন্সিলরদের সমর্থনে এই ভোট পেয়েছেন । বাকি 10টি তৃণমূল কাউন্সিলরের ভোট পেয়েছেন ৷ দলের ঘোষিত চেয়ারম্যান এবং আরও দু'টি বিজেপির ভোট পেয়েছেন চেয়ারম্যান । সেই ভোটেই মান রক্ষা হয়েছে তৃণমূলের । বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস তিনি নিজেও স্বীকার করেছেন তৃণমূলের পূর্ব ঘোষিত চেয়ারম্যানকে ভোট দিয়েছেন । রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার দলগতভাবে কাউন্সিলরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন । তবে বিজেপির সমর্থনে বোর্ড গঠন এটা মানতে রাজি নয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.