কেদারনাথের গুহায় ধ্যান মোদির : ভিডিয়ো - robes
🎬 Watch Now: Feature Video
পাহাড়ের গুহায় বসে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গেরুয়া বসনে ধ্যান করছেন তিনি । সামনে এসেছে এই ভিডিয়ো । আজই কেদারনাথ গেছেন প্রধানমন্ত্রী । সেখানে পৌঁছে একাধিক প্রকল্পের কাজ ঘুরে দেখেন। কথা বলেন কর্মরত অফিসারদের সঙ্গেও । তারপর কেদারনাথের গুহায় বসে ধ্যানও করেন । আগামীকাল বদ্রীনাথ ধাম যাওয়ার কথা প্রধানমন্ত্রীর ।