মুম্বই সেন্ট্রালে ট্রেনে আগুন, দেখুন সেই ভিডিয়ো - Train catches fire in Mumbai; no casualties
🎬 Watch Now: Feature Video
মুম্বই সেন্ট্রাল স্টেশনে জয়পুর এক্সপ্রেসে আগুন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকল ৷ দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷ আগুন লাগার কারণ এখনও দেখা যায়নি ৷ 12955 নম্বর এক্সপ্রেসের 3 টায়ার কোচটি পরিবর্তন করে রাত 8 টা 50 মিনিটে ট্রেনটি ছাড়ার সময় পুনঃনির্ধারণ করা হয় ৷
TAGGED:
Jaipur express catches fire