"নিজের জামাকাপড় নিজেই ধুচ্ছি, চা-ও বানাচ্ছি" - I've been washing my clothes myself

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 28, 2020, 1:57 PM IST

"কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে নিজের চা নিজেই বানাচ্ছি, নিজের জামা-কাপড়ও ধুচ্ছি । কারণ, কোরোনার জামা-কাপড় অন্য কাউকে ধুতে দিতে পারি না ।" আজ মন্ত্রিসভার ভিডিয়ো কনফারেন্সের বৈঠকে এমনটাই জানালেন কোরোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । পাশাপাশি তিনি বলেন , "নিজের জামা-কাপড় কাচায় আরও একটা লাভ হয়েছে । আমার হাতের অপারেশন হয়েছিল । অনেক ফিজ়িওথেরাপি করার পরও হাতের মুঠো ঠিক করে বন্ধ করতে পারতাম না । আর এখন জামা ঘষে ঘষে হাত ঠিক হয়ে গেছে ।" উল্লেখ্য, 25 জুলাই শিবরাজ সিং চৌহানের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.