মধ্যপ্রদেশে উপনির্বাচনে এগিয়ে দল, উচ্ছ্বাস BJP-র - মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং
🎬 Watch Now: Feature Video
মধ্যপ্রদেশে উপনির্বাচনের গণনার BJP এগিয়ে রয়েছে । সকালে ট্রেন্ড আসার পরই উচ্ছ্বাস দেখা দেয় মধ্যপ্রদেশের একাধিক স্থানে । দেখা গেছে রাস্তায় ঢোল পিটিয়ে আনন্দে মেতেছে অনেকে । এমন কী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং-কে দেখা যায়, দলের নেতাকর্মীদের নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন । এমনই সব দৃশ্য আজ মধ্যপ্রদেশের রাস্তায় রাস্তায় ফুটে উঠেছে ।
TAGGED:
khushi#cm