রাস্তায় ঘুমাচ্ছে গন্ডার, পাহারায় বন আধিকারিকরা - নওগাঁও
🎬 Watch Now: Feature Video
ক্লান্তিতে রাস্তায় ঘুমাচ্ছে গন্ডার ৷ পাহারা দিচ্ছে বনদপ্তরের অধিকারিকেরা ৷ অসমের বাগোরি রেঞ্জের কাছে 37 নম্বর জাতীয় সড়কের উপর ধরা পড়ল এই দৃশ্য ৷ কাজিরাঙা জাতীয় উদ্যানের ওই গন্ডার পথভ্রষ্ট হয়ে পড়ে, তারপরই ক্লান্তিতে জাতীয় সড়কের পাশেই ঘুমিয়ে পড়ে গন্ডারটি ৷ কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিরেক্টর শিব কুমার জানান, "ওই গন্ডারটিকে পার্কে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন আধিকারিকেরা ৷"