টাইমস স্ক্যয়ারেও রামের পদচিহ্ন - New York
🎬 Watch Now: Feature Video
অযোধ্যায় স্থাপিত হল রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর । প্রধানমন্ত্রীর কথায় সূচনা হল, "স্বর্ণযুগ"-এর । দেশের বিভিন্ন প্রান্তে মতো প্রবাসেও ভারতীয়রা সামিল হয়েছেন এই উচ্ছ্বাসে । এবার টাইমস স্ক্যয়ারেও জায়গা করে নিল অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ।