আগামীকাল নন্দীগ্রামের কৃষকদের সঙ্গে দেখা করবেন রাকেশ টিকায়েত - নন্দীগ্রামে কৃষক নেতা রাকেশ টিকায়েত
🎬 Watch Now: Feature Video
আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত । যাবেন নন্দীগ্রামে । তাঁর সঙ্গে আসবেন সংযুক্ত কৃষক মোর্চার অন্য সদস্য যোগেন্দ্র যাদব, বলবীর সিং রাজেওয়াল, মেধা পটেকর, হান্নান মোল্লা । রবিবার সিঙ্গুর ও আসানসোলেও তাঁর যাওয়ার কথা । মোর্চা নেতাদের পশ্চিমবঙ্গে আসার মূল উদ্দেশ্য, কৃষকদের অবস্থার মূল্যায়ণ ও আসন্ন ভোট পর্বে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা । আজ রাজস্থানের যোধপুরে একটি জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে টিকায়েত বলেন, "পশ্চিমবঙ্গে মোর্চা নেতৃত্ব এই আহ্বান জানাবেন যে, জনগণ যেন বিজেপিকে একটি ভোটও না দেয় ।"