13 ফুট ! হিমাচলে প্রথমবার কিং কোবরার দর্শন - হিমাচল প্রদেশ
🎬 Watch Now: Feature Video
হিমাচল প্রদেশের গিরিনগর এলাকায় দেখা মিলল বিশাল বড় কিং কোবরার । সাম্প্রতিক সময়ে দেখা সবথেকে লম্বা কিং কোবরা । সাপটি লম্বায় প্রায় 13 ফুট । সাধারণত একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা লম্বায় 10 থেকে 13 ফুটের মধ্যে হয় । স্থানীয় এক বাসিন্দা সাপটির ভিডিয়ো তোলেন । আর তারপর নিমেষে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি । এত লম্বা সাপ দেখে রীতিমতো শিহরিত নেট দুনিয়া ।