যারা ভারত মাতার দিকে চোখ তুলেছিল, তাদের সবক শেখানো হয়েছে : প্রধানমন্ত্রী - India China border news
🎬 Watch Now: Feature Video
ওরা (চিন) আমাদের সীমানায় অনুপ্রবেশ করেনি । আমাদের পোস্টও দখল করেনি । সর্বদলীয় বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলেন, "আমাদের 20 জন জওয়ান শহিদ হয়েছে । যারা ভারত মাতার দিকে চোখ তুলেছিল, তাদের সবক শেখানো হয়েছে ।"