অসমে গ্যাসের কুয়োয় আগুন জ্বলছে এখনও, মৃত 2 - Massive fire
🎬 Watch Now: Feature Video
অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও । ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন । ঘটনাস্থানে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং দমকল বাহিনী । অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ এখনও পর্যন্ত 6 জন আহত হয়েছেন ৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে ৷" অয়েল ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 6 থেকে 7 দিন সময় লাগবে ৷
Last Updated : Jun 10, 2020, 11:16 AM IST