সত্যাগ্রহে গান্ধির তৈরি লবণ সংরক্ষিত এলাহাবাদে - lucknow
🎬 Watch Now: Feature Video
1930 সালের 12 মার্চ হয়েছিল ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ । যা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় । কারণ তা ছিল ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে অহিংস করপ্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন । আর ঐতিহাসিক সেই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল । 1920 থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলনের পর লবণ সত্যাগ্রহই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশরাজ বিরোধী আন্দোলন । মহাত্মা গান্ধি আহমেদাবাদের কাছে তাঁর সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে 24 দিনে 390 কিলোমিটার পথ হেঁটে ডান্ডি গ্রামে যান । সেখানে তিনি সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন । সেই লবণ আজও সংরক্ষিত আছে এলাহাবাদের এই মিউজ়িয়ামে ।