কেন্দ্রের মাত্র 5 প্রতিনিধি কাশ্মীরে ? কাপুরুষ : মণিশংকর - mani shankar aiyar
🎬 Watch Now: Feature Video
জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে । এবার সেই ইশুতে সরব কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার । কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেস নেতার বক্তব্য, ''জম্মু-কাশ্মীরে 36 জন কেন্দ্রীয় মন্ত্রী পাঠিয়েছে তারা । কতটা কাপুরষ দেখুন, এর মধ্যে 31 জন জম্মু যাচ্ছেন আর মাত্র 5 জন যাচ্ছেন কাশ্মীরে । তাঁরা কাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন ? ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফ্তি সবাই জেলে । কাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন তাঁরা ?''
Last Updated : Jan 21, 2020, 10:12 AM IST