বার্তা জল সংকটের, ফুল দিয়ে হোলি খেললেন কিরণ - হোলিতে কিরণ বেদি
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ ভারতের জলসংকট নিয়ে হোলিতে বার্তা দিলেন কিরণ বেদি ৷ জল নয়, বরং ফুল দিয়েই এবার হোলি পালন করতে বললেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ৷ আজ সকালে টুইটে এ বার্তা দেন কিরণ ৷ শুধু আমজনতাকে বার্তা দেওয়া নয়, তিনি নিজেও হোলি পালন করেন ফুল দিয়েই ৷ দেখুন ভিডিয়ো...