ড্রোনে কানপুরের রাস্তায় নজরদারি প্রশাসনের - drone
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6906278-thumbnail-3x2-drone.jpg)
ড্রোনের মাধ্যমে শহরের পরিস্থিতির উপর নজর রাখছে কানপুর প্রশাসন ৷ লকডাউনে বেকনগঞ্জ, ছমনগঞ্জ, বাজারিয়া, মাচ্ছারিয়া, বাবুপুরওয়া ও গোয়ালতলি এলাকায় ড্রোনের মাধ্যমে নজর রাখছে প্রশাসন ৷ কানপুর জেলাশাসকের দপ্তর থেকে এই বিষয়ে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷