মাইলফলক ছুঁয়েছি, তবে কঠিনতম কাজ এখনও বাকি : কে সিওয়ান - isro

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 20, 2019, 2:42 PM IST

মহাকাশে 28 দিন কাটিয়ে সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছাল চন্দ্রযান 2 ৷ তবে মাহেন্দ্রক্ষণের বাকি এখনও কয়েক দিন । তবে আজকের সাফল্যকে সামনে রেখেই ভবিষ্যত সাফল্যের কামনা করছেন ISRO-র চেয়্যারম্যন কে সিওয়ান । ETV ভারতের রিপোর্টারের মুখেমুখি হয়ে তিনি বলেন, "এত নিখুঁত ভাবে চাঁদের কক্ষপথে যেতে পেরে আমরা খুবই আনন্দিত । আজ আমরা একটি বড় মাইলফলক ছুঁয়েছি । চন্দ্রযান-2 কে চাঁদের কক্ষপথে নিয়ে যেতে সময় লেগেছে 1738 সেকেন্ড । কাজটা শুরু হয়েছিল আজ সকাল 9টা নাগাদ । আজ কক্ষপথে ঢোকার পর চন্দ্রপৃষ্ঠ থেকে 18 হাজার 72 কিলোমিটার উপরে রয়েছে চন্দ্রযান-2 । চাঁদের পঞ্চম কক্ষপথে চন্দ্রযান পৌঁছালে এই দূরত্ব হবে 128 কিলোমিটার । তবে চাঁদে ল্যান্ডারকে নিরাপদে নামানোটাই সব থেকে কঠিন কাজ । তা এখনও বাকি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.