10টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ISRO
🎬 Watch Now: Feature Video
ISRO-র মুকুটে নতুন পালক ৷ আজ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হল RISAT-2BR1 উপগ্রহ । যার ওজন প্রায় 628 কেজি ৷ এটি একটি রাডার ইমেজিং আর্থ অবজ়ারভেশন স্যাটেলাইট ৷ সেইসঙ্গে উৎক্ষেপণ করা হল ন'টি বিদেশি উপগ্রহ ৷ PSLV-C48-এ চাপিয়ে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল উপগ্রহগুলি ৷ ISRO সূত্রে খবর, নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহগুলিকে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে ৷