"দু'টো করে রুটি দিত, ভিতর থেকে কান্না বেরিয়ে আসত" - EYV Bharat Interviews Kafeel Khan
🎬 Watch Now: Feature Video
মথুরার সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল উত্তরপ্রদেশ থেকে জয়পুরে পৌঁছান কাফিল খান । জেল থেকে মুক্তি পাওয়ার পর ETV ভারতের মুখোমুখি ডাঃ কাফিল খান । বললেন, " শুধু মানসিক অত্যাচার নয়, শারীরিক অত্যাচারও করা হয়েছিল । দু'টি করে রুটি দিত । ভিতর থেকে কান্না বেরিয়ে আসত । চিৎকার করতাম ।" প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বক্তব্য পেশের অভিযোগ ছিল কাফিল খানের বিরুদ্ধে । ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করছেন, এই অভিযোগ এনে তাঁকে জাতীয় সুরক্ষা আইনের আওতায় বন্দী করেছিল উত্তরপ্রদেশ সরকার । কাফিল খানের মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট জানায়, তাঁকে বেআইনিভাবে আটক করা হয়েছে । এরপরই মথুরার সংশোধনাগার থেকে মুক্তি পান কাফিল খান ।