দেশে কোরোনা আক্রান্ত 21 হাজার - কোরনা ভাইরাস
🎬 Watch Now: Feature Video
জানুয়ারির শেষ থেকে এপ্রিলের মাঝামাঝির মধ্যে দেশে কোরোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী ৷ 31 জানুয়ারি কেরালায় প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় ৷ 15 মার্চের মধ্যে দেশে কোরোনা আক্রান্ত হন 100-রও বেশি মানুষ ৷ মার্চের শেষে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় ৷ এক সপ্তাহের মধ্যে তা 2000-এ পৌঁছয় ৷ আজ 23 এপ্রিল সেই সংখ্যা বেড়ে হল 21 হাজারের উপর ৷