Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা
🎬 Watch Now: Feature Video
আজকের ভারত, পাকিস্তান আর বাংলাদেশে একসময় রাজ করত ব্রিটিশরা ৷ ইংরেজরা শাসন শুরুর পর তাদের দমন ও অত্যাচারের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হয় আন্দোলন ৷ সেইসব আন্দোলন সফলভাবে দমন করে ব্রিটিশরা ৷ কিন্তু, তাদের মাথা নোয়াতে হয় ঝাড়খণ্ডের আদিবাসীদের কাছে ৷ ইংরেজদের কাছে কামান ও বন্দুক ছিল ৷ তা সত্ত্বেও আদিবাসীদের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারেনি তারা ৷ নিজেদের অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয় ইংরেজরা ৷ কারণ, আদিবাসীরা তাঁদের পারম্পরিক অস্ত্র তীর-ধনুক ও বর্শা নিয়ে লড়াইয়ে দক্ষ ৷ তাঁদের গেরিলা যুদ্ধকৌশলের সঙ্গে পাল্লা দিতে পারেনি ব্রিটিশরা ৷ আদিবাসীদের আন্দোলনও ওই সময়ের অন্য আন্দোলনগুলির থেকে পৃথক ছিল ৷ তাছাড়া ঝাড়খণ্ডের ভৌগোলিক অবস্থানের জেরেও আদিবাসীদের সঙ্গে লড়াই কঠিন হয়ে দাঁড়ায় ব্রিটিশদের কাছে ৷