কেমন আছ কলকাতা ? - আমফানের তাণ্ডবের পর শহর কলকাতা
🎬 Watch Now: Feature Video
আমফানের পর কেটে গেছে 3 দিনেরও বেশি সময় ৷ তারপরও স্বাভাবিক চেহারায় ফিরতে পারেনি কলকাতা ৷ জল ও বিদ্যুৎ পরিষেবা সচল হয়েছে কোথাও কোথাও ৷ তবে এখনও অন্ধকারে কোনও কোনও এলাকা ৷ দক্ষিণ কলকাতার সূর্যনগর ও নেতাজিনগর ৷ আমফান আছড়ে পড়ার পর থেকে এই দুই এলাকা ছিল না বিদ্যুৎ, জল ৷ এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ কীভাবে এই তিনটে দিন জল-বিদ্যুৎ ছাড়া কাটল এলাকার বাসিন্দাদের ? এখন কী পরিস্থিতি ? জানালেন স্থানীয়রা ৷ দেখুন ভিডিয়োয়....