কর্নাটকের হোটেলের বাইরে ধরনায় দিগ্বিজয় সিং, 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' পুলিশের - দিগ্বিজয় সিংকে 'প্রিভেন্টিভ অ্যারেস্ট'
🎬 Watch Now: Feature Video
বেঙ্গালুরুর যে বিলাসবহুল হোটেলে মধ্যপ্রদেশের কংগ্রেসের বিধায়করা রয়েছেন, আজ সকালে সেই হোটেলের বাইরে ধরনায় বসেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ ধরনার বসার কিছু সময়ের মধ্যেই তাঁকে 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করে কর্নাটক পুলিশ ৷ এদিকে আজ বেলা সাড়ে 10 টায় মধ্যপ্রদেশের আস্থাভোট ইশুতে সুপ্রিম কোর্টে শুনানি ৷ কংগ্রেস শিবিরের তরফে বলা হয়েছিল, ওই 16 জন বিধায়ক বিধানসভায় না ফেরা পর্যন্ত আস্থাভোট করানো সম্ভব হচ্ছে না ৷ তাঁদের ওই হোটেলে BJP জোর করে আটকে রেখেছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেছে কংগ্রেস ৷