PPE কিট পরে চুরি সোনার দোকানে - ফলটন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 7, 2020, 5:03 PM IST

কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যকর্মীরা PPE কিট ব্যবহার করে থাকেন ৷ কিন্তু, একটি চুরির ঘটনার CCTV ফুটেজ সামনে এসেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, PPE কিট পরে চুরি করছে চোরের দল ৷ ঘটনা মহারাষ্ট্রের সাতারা জেলার ৷ দুইদিন আগে, সাতারা জেলার ফলটন এলাকায় একটি সোনার দোকানে PPE কিট পরে চুরি করতে আসে একদল চোর ৷ দোকানের CCTV ফুটেজে দেখা যায়, চোরেরা টুপি, মাস্ক, প্লাস্টিক জ্যাকেট ও হাতের গ্লাভস পরে দোকানের শোকেস ও দেরাজ থেকে গয়না চুরি করছে ৷ ঘটনায় দোকানের মালিক ফলটন থানায় চুরির অভিযোগ জানিয়েছেন ৷ জানা গিয়েছে, দোকান থেকে মোট 780 গ্রাম সোনা চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য 20 লাখ টাকা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.