দলীয় নেতার মুক্তির দাবিতে মল্লারপুরে 12 ঘণ্টা বনধ BJP-র - mollarpur bandh
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8892393-thumbnail-3x2-birbhum.jpg)
দলের মণ্ডল সভাপতিকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ তুলে প্রতিবাদ ও নেতার মুক্তির দাবিতে বীরভূমের মল্লারপুর এলাকায় 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP ৷ আজ সকাল 6টা থেকে বনধ শুরু হয়েছে। চলবে সন্ধে 6টা পর্যন্ত। এবিষয়ে BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "তৃণমূল ও পুলিশ প্রশাসন যোগসাজশ করে BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে । পুলিশ বিভিন্ন মামলা দিয়ে আমাদের ময়ূরেশ্বর 1 নং ব্লকের নেতা সুশান্ত দে-কে বার বার রিমান্ডে নিচ্ছে । তাই আমরা মল্লারপুরে 12 ঘণ্টা বনধ ডেকেছি । সাধারণ মানুষ দোকান-পাট বন্ধ করে মিছিলে যোগ দিয়েছে । আমরা সত্যের পথে লড়াই চালিয়ে যাব । রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাব ৷ "
TAGGED:
mollarpur bandh