CAA প্রতিবাদীদের শান্ত করতে জাতীয় সংগীত গাইলেন পুলিশ আধিকারিক
🎬 Watch Now: Feature Video
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জমায়েত করেছিল একদল লোক ৷ তাদের জমায়েত প্রত্যাহার করার অনুরোধ করে পুলিশ ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ মাইক হাতে তুলে নেন খোদ ডেপুটি কমিশনার ৷ জাতীয় সংগীত গাইতে শুরু করেন তিনি ৷ পুলিশ আধিকারিকের সঙ্গে গলা মেলাতে শুরু করে বিক্ষুব্ধরাও ৷ এমন কী জাতীয় সংগীত শেষ হওয়ার পর পুলিশের অনুরোধ মেনে এলাকাও ছেড়ে দেয় বিক্ষুব্ধরা ৷ ঘটনাটি বেঙ্গালুরুর ৷ গতকাল বেঙ্গালুরুর টাউন হল এলাকায় CAA বিরোধী প্রতিবাদ কর্মসূচি ছিল ৷ সেখানে জমায়েত করে অনেকেই ৷ তাদের জমায়েত প্রত্যাহার করতে বলে পুলিশ ৷ কিন্তু, নিজেদের অবস্থান থেকে সরেনি প্রতিবাদীরা ৷ তখন তাদের বোঝাতে আসরে নামেন DCP চেতন সিং রাঠোর ৷ মাইক হাতে তিনি প্রতিবাদীদের মাঝে দাঁড়িয়ে বলেন, "অনেক লোকজনের মাঝে এমন এক বা দু'জন থাকে যারা অশান্তি করে ৷ এদের খালি চোখে চেনা সম্ভব নয় ৷ যে কোনও মুহুর্তে এরা অশান্তি পাকাতে পারে ৷ তখন আমরা সবাই মার খাব ৷" এরপরই জমায়েত প্রত্যাহারের অনুরোধ করে তিনি বলেন, "আমি যে গানটি গাইব সেটি আমার সঙ্গে আপনারাও করুন ৷" একথা বলেই জাতীয় সংগীত গাইতে শুরু করেন চেতন সিং রাঠোর ৷ তাঁর সঙ্গে গলা মেলাতে শুরু করেন প্রতিবাদীরা ৷ এরপরই সেখান থেকে জমায়েত উঠে যায় ৷