এশিয়ার সবথেকে বয়স্ক হাতি এটি, দেখুন ভিডিয়ো... - Asia's oldest jumbo
🎬 Watch Now: Feature Video
বিশ্ব হাতি দিবসে এশিয়ার সবথেকে বয়স্ক হাতি তার অবসর কাটাচ্ছে অসমের বিশ্বনাথ জেলার চা বাগানে ৷ হাতিটির বয়স 80 বছর, নাম বিজুলি প্রসাদ ৷ 1968 সালে হাতিটিকে এই চাবাগানে আনেন তৎকালীন ডিরেক্টর সাহিব জন অলিভার ৷ বর্তমানে বিজুলিকে চা বাগানের পুরানো গাছের মূল তুলতে ব্যবহার করা হয় ৷ এই কাজের জন্য বেতনও পায় বিজুলি ৷ প্রতি মাসে তার পিছনে বাগান কর্তৃপক্ষের খরচ হয় 40 থেকে 45 হাজার টাকা ৷