লাদাখের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় সেনাপ্রধান M M নারাভানে - india china faceoff
🎬 Watch Now: Feature Video
লাদাখের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ৷ সেখানে লে পরিদর্শনে যাবেন তিনি ৷ খতিয়ে দেখবেন চিনা আগ্রাসনের আবহে LAC-তে ভারতীয় সেনার প্রস্তুতি ৷ চিনা সেনার সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনাও করবেন তিনি ৷ পাশাপাশি, কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন ।
Last Updated : Jun 23, 2020, 4:26 PM IST