এই দীপাবলিতে যা কিছু উজ্জ্বল - GOLD
🎬 Watch Now: Feature Video
বিগত কয়েক মাসে মানুষের প্রাত্যহিক জীবনকে বিঘ্নিত করেছে কোরোনা ভাইরাস । তার মধ্যেই উৎসবের মরশুম এসেছে নতুন আনন্দ এবং আশা নিয়ে । দশেরার পর ধনতেরাস এবং দীপাবলির প্রস্তুতিতে মেতে উঠেছে মানুষ । রাস্তায় ক্রমবর্ধমান ভিড়ই বলে দিচ্ছে বাজারের পাশাপাশি সোনা-রুপোর দোকানগুলিও স্বাগত জানাচ্ছে গ্রাহকদের । তবে কোরোনা পরিস্থিতিতে বহু মানুষের আয়ের সংকট সোনার খুচরো চাহিদার উপর প্রভাব ফেলেছে । যার জেরে গয়না ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ।
Last Updated : Nov 11, 2020, 10:48 PM IST