কৃষকের বেড়ায় আটকে গেল চিতাবাঘ, উদ্ধারে নেমে জখম 2 - leopard rescue
🎬 Watch Now: Feature Video
নিজের ফসল রক্ষা করার জন্য বেড়া দিয়েছিলেন এক কৃষক ৷ আর সেই বেড়ার মধ্যে আটকে পড়ে এক চিতাবাঘ ৷ খবর যায় বনবিভাগের কাছে ৷ কিন্তু, সেই চিতাবাঘকে বাগে আনতে বনবিভাগের কর্মীদের পড়তে হয় চরম বিড়ম্বনায় ৷ চিতাবাঘটিকে উদ্ধারে নেমে দু‘জন বনকর্মী জখম হন৷ ঘটনাটি তেলাঙ্গানার নালগোন্ডা জেলার রাজুপেতা বনাঞ্চল এলাকার ৷
Last Updated : May 28, 2020, 3:15 PM IST