বেপরোয়া ! ফ্লাইওভার থেকে উড়ে নিচে রাস্তায় পড়ল গাড়ি, মৃত 1 - হায়দরাবাদের রাইদুরগামে বায়োডায়ভার্সিটি জাঙ্কশন
🎬 Watch Now: Feature Video
ফ্লাইওভার থেকে উড়ে নিচে রাস্তায় গিয়ে পড়ল একটি গাড়ি ৷ বেপরোয়া গতির কারণে হায়দরাবাদের রায়দুর্গম বায়োডাইভার্সিটি জংশনের কাছে ফ্লাইওভারে আজ দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মহিলা পথচারীর ৷ আহত গাড়িচালক সহ আরও দুজন ৷ হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের তরফে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয় ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থার করা হয় ৷ বায়োডাইভার্সিটি জংশনের ফ্লাইওভার আগামী 3দিন বন্ধ থাকবে ৷