Bengal Civic Polls 2022 : বারাসতে ইভিএম ভাঙচুর, অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
🎬 Watch Now: Feature Video
ভোটের শুরুতেই বারসত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 259 নম্বর বুথের মধ্যে ঢুকে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগ উঠল ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলী দাশগুপ্তর বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনা ছড়ায় বারাসত চন্দনপুর এলাকার চন্দনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে (Barasat Municipality BJP candidate allegedly vandalizes EVM machine in 7 no ward) । অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে ঢুকে আচমকা ইভিএম মেশিন তুলে আছাড় মারেন ৷ শুরু হয় বিরোধী বিক্ষোভ ৷ খবর পেয়ে ছুটে আসেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরুণ ভৌমিক এবং বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী । বিজেপির অভিযোগ, ওই বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST