Agitation of Civil Defense Workers : স্থায়ী কাজের দাবিতে আন্দোলনে সিভিল ডিফেন্স কর্মীরা - agitation of Civil defense workers on demanding permanent work
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14956150-thumbnail-3x2-jl.jpg)
30 দিন কাজের দাবিতে আন্দোলনে নামল সিভিল ডিফেন্স কর্মীরা (Agitation of Civil Defense Workers) । কাজ না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন তাঁরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের কর্মীরা জলপাইগুড়ির পূর্ত দফতরের সামনে থেকে জমায়েত হয়ে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ করেন। তাঁরা দাবি জানান, স্থায়ী চাকরি-সহ বছরের প্রতি মাসে 30 দিনের কাজ দিতে হবে। সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ বসাক বলেন,"আমরা দির্ঘদিন থেকে সরকারি সব কাজে সহযোগিতা করে গেলেও আমাদের সরকার দেখছে না। আমরা উত্তরকন্যা অভিযান থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি তাতে কোনও লাভ হয়নি। আমাদের দাবি মেনে না নিলে মৃত্যুবরণ করতে রাজি আছি" ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST