Bengalis in Ukraine : এখনও বুক কাঁপছে, সাইরেনের আওয়াজ কানে বাজছে: বাড়ি ফিরে বললেন নেহা-বিপাশা - Bengali Students Returned from Ukraine
🎬 Watch Now: Feature Video
"সামান্য শব্দেও বুক কাঁপছে, এখনও কানে বাজছে সাইরেনের শব্দ, বোমার আওয়াজ ।" যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দুর্গাপুরের মাটিতে ফিরে আতঙ্কিত নেহা, জিনত, বিপাশারা । জানালেন অস্থির অভিজ্ঞতার কথা । দীর্ঘ ইউক্রেন থেকে বুধবার দুর্গাপুরের মাটিতে পা রাখলেন জিনাত আলম, নেহা খান, বিপাশা সাউ (Bengali Students Returned from Ukraine) । বোমা-গুলি আর মৃত্যু মিছিলে যুদ্ধক্ষেত্র ইউক্রেনে লাশের ছড়াছড়ি । আতঙ্কের মধ্যে বাঙ্কারের নিচে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা । মুমূর্ষ ভয়াবহ পরিবেশ থেকে মাতৃভূমিতে মায়ের কোলে ফিরে এলেন তিন পড়ুয়া । অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দরে নামেন তাঁরা । উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST