Football Skill : বল পায়ে জাগলিংয়ের জাদু 13 বছরের শাকিলের - Teen age Boy Shakil Ansari has an Unbelievable Football Skill
🎬 Watch Now: Feature Video
রোনাল্ডো, মেসি বা নেইমারকে বল পায়ে জাগলিং করতে সারা বিশ্ব দেখেছে ৷ তাঁদের পর্যায়ে না হলেও, ফুটবল নিয়ে জাগলিং করে তাক লাগিয়ে দিচ্ছে সামশেরগঞ্জের বছর তেরোর শাকিল আনসারি (Teen age Boy Shakil Ansari has an Unbelievable Football Skill) ৷ তাঁর জাগলিংয়ের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ পড়াশোনা করার পাশাপাশি, শাকিল সামশেরগঞ্জের ফিল্ড এলাকার একটি চায়ের দোকানে কাজ করে ৷ তবে, সামর্থ না থাকায় তাঁর ফুটবলের প্রশিক্ষণ সেভাবে হচ্ছে না ৷ তবে, ফুটবলে পায়ে অসামান্য এই প্রতিভা শাকিলের ছোটবেলা থেকেই ৷ আর নিজের উদ্যোগে প্রশিক্ষণের মধ্যে দিয়ে এই প্রতিভাকে আরও ধারালো করেছে সে ৷ শাকিল জেডিজে ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির পড়ুয়া ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Football Skill