Vande Bharat Express: শহরবাসীর সামনে আত্মপ্রকাশ সেমি বুলেট ট্রেনের
🎬 Watch Now: Feature Video
1 জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে সেমি বুলেট ট্রেন বন্দে ভারতের বঙ্গ সফর ৷ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 600 কিলোমিটার রাস্তা এখন মাত্র 7 ঘণ্টা ৷ বিদ্যুতের বেগে ছুটবে ট্রেন ৷ 30 ডিসেম্বর পতাকা নাড়বেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যেই গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল রান । 7 ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে বন্দে ভারত (Vande Bharat Express) । বুধবার বাদে সপ্তাহে 6 দিন চলবে বন্দে ভারত । হাওড়া থেকে সকাল 5টা 50 মিনিটে ছেড়ে এনজেপি পৌঁছে যাবে দুপুর 1টা 50 নাগাদ । ফিরতি পথে এনজেপি থেকে দুপুর 2টো 50 মিনিটে ছেড়ে হাওড়ার পৌঁছবে রাত 10টা 50 মিনিটে । ট্রেনে আসন সংখ্যা মোট 972 ৷ থাকছে দুটি শৌচালয় । এক্সিকিউটিভ কোচের চেয়ারগুলো সামনে-পেছনে হেলানো তো যাবেই ৷ এমনকি চেয়ারটি 180 ডিগ্রি ঘোরানো যাবে ।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST