Madan Slams Firhad: ফিরহাদ হাকিম শ্রীমান ছাপড়া, কটাক্ষ মদন মিত্রর
🎬 Watch Now: Feature Video
তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রথম সারির দুই নেতা মদন মিত্র (Madan Mitra) ও ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল ৷ মঙ্গলবার ফেসবুক লাইভ করে কলকাতার মেয়রকে মিস্টার ছাপড়া বলে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক ৷ প্রসঙ্গত, মহালয়ার দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (BJP MP Dilip Ghosh) নামে তর্পণ করেছিলেন মদন মিত্র ৷ যা নিয়ে বিতর্ক তৈরি ৷ সোমবার হাওড়া ফুলবাজার ঘাটে ফিরহাদ হাকিম মদনের এই কাণ্ডকে ছ্যাবলামো বলে উল্লেখ করেছিলেন ৷ তৃণমূল এমন মনোভাবের অংশীদার নয় বলে জানিয়েছিলেন ৷ মঙ্গলবারই তারই পালটা ফেসবুক লাইভ করেন ৷ ফিরহাদ হাকিম ঝাড়খণ্ডের আদিবাসী বাসিন্দা বলে দাবি করেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST