Tea Seller Dead Body Recover: চা বিক্রেতার মুণ্ডুহীন দেহ উদ্ধার - চা বক্রেতার দেহ উদ্ধার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15900726-thumbnail-3x2-asn.jpg)
চা বিক্রেতার গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলে (Tea Seller Dead Body Recover)। মৃতের নাম চিত্তরঞ্জন সাহা (54)। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির ছাতিমতলা এলাকার। স্থানীয় একটি জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে ওই চা বিক্রেতার দেহ। সালানপুরের কল্যাণগ্রামের বাসিন্দা ওই ব্যক্তি চিত্তরঞ্জনের আমলাদহি বাজারে চা বিক্রি করতেন । পুলিশের প্রাথমিক অনুমান এটি খুনের ঘটনা । ময়নাতদন্তের জন্য দেহটি পাঠান হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST