Smriti Irani in Rally: হাওড়ায় 'আজাদি কা অমৃত মহোৎসব' পদযাত্রায় স্মৃতি ইরানি - Smriti Irani in Rally
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' পদযাত্রায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani participates in a Rally at Howrah) । তাঁর রাজ্য সফরের শেষ দিনে সকাল 10 টা নাগাদ কদমতলা বাস স্ট্যান্ড থেকে পঞ্চানন তলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত যায় এই মিছিল । এছাড়াও এ দিন তাঁর বেশকিছু কর্মসূচি রয়েছে । তার মধ্যে দুপুরে তিনি বালটিকুরিতে তরুণ দলের উল্টোদিকে শিবপুর কেন্দ্রের অন্তর্গত 119 নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST