Abhijit Gangopadhyay: বাইকের সামনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি, নজর কাড়ছে সুজনের 'অভিজিৎ প্রীতি' - Abhijit Gangopadhyay picture on the bike is going around
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠা রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিভিন্ন আদেশকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি (Abhijit Gangopadhyay)। এমতাবস্থায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিজের বাইকে লাগিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন রায়গঞ্জের ব্যবসায়ী রবীন্দ্র পল্লীর বাসিন্দা সুজন তরফদার । তিনি বলেন, "বিভিন্ন মানুষের পছন্দও ভিন্ন । তেমনই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দৃঢ়তার সঙ্গে বিভিন্ন আদেশ দিচ্ছেন, তা নিয়ে আমি গর্বিত । নিয়োগ সংক্রান্ত মামলায় তিনি আগামী প্রজন্মের কথা ভাবছেন । যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ভাবছেন । এজন্য আমি কুর্ণিশ জানাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে । সে কারনেই আমি নিজের বাইকে ওনার ছবি লাগিয়েছি । আশা করি তার পক্ষে আগামিদিনে অনেকেই রাস্তায় নামবেন ।"
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST