Durga Puja 2022: হলিউডি ছবি 'নার্নিয়া'র দৃশ্য তালবাগিচায় ! 24 লক্ষের মণ্ডপ দেখতে ভিড় খড়গপুরে - 24 লক্ষের মণ্ডপ দেখতে ভিড় রেল শহরে
🎬 Watch Now: Feature Video
এক সময় হলিউডের বিখ্যাত সিনেমা 'নার্নিয়া' নজর কেড়েছিল দর্শকের ৷ বিশ্বের তামাম দেশের ছোটদের পাশাপাশি বড়দেরও দারুণ আনন্দ দিয়েছিল সিনেমাটি । শুধু ইংরেজিতে না হিন্দিতেও এই সিনেমার সংলাপ এবং ভিএফএক্সের কাজ নজর কাড়ে দর্শকদের । এবার সেই হলিউড নেমে এল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে(Kharagpur) । তালবাগিচা দুর্গোৎসবের এবছরের থিম 'নার্নিয়া' (Narnia Movie theme of Talbagicha) । প্রায় 24 লক্ষ টাকা খরচ করে মণ্ডপটি গড়ে তোলা হয়েছে । উদ্যোক্তাদের দাবি, শিশুদের কথা মাথায় রেখেই হয়েছে মণ্ডপ সজ্জার কাজ (Durga Puja 2022) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST