Goods Carrier catches fire: গুড়াপে চলন্ত মালবোঝাই গাড়িতে আগুন - গুরাপে চলন্ত মাল বোঝাই গাড়িতে আগুন
🎬 Watch Now: Feature Video
গুড়াপে ন্যাশনাল হাইওয়ের উপর চলন্ত গাড়িতে আগুন (Goods Carrier catches fire in Gurap) । কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল মাল বোঝাই গাড়িটি । সেই সময় রাস্তার ওপর একটি পেট্রোল পাম্পের সামনে হঠাৎই গাড়িতে আগুন লেগে যায় । গাড়িতে চালক-সহ তিন জন যাত্রী ছিলেন । চালক বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যান । নিকটবর্তী পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন । ততক্ষণে পুরো গাড়িটি পুড়ে গিয়েছে আগুনে । কলকাতা থেকে গেঞ্জি কাপড় নিয়ে গুড়াপে কারখানায় যাচ্ছিল গাড়িটি । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে । পরে খবর দেওয়া হয় গুড়াপ থানায় । পুলিশ দমকলকে খবর দেয় । তবে স্থানীয় রাস্তার ঠিকাকর্মীরা মিলে আগুন নিভিয়ে ফেলে । পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। গাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST