Man Hires Copter for marriage: ঠাকুমা-ঠাকুরদার ইচ্ছেপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর - হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন পাত্র
🎬 Watch Now: Feature Video
রাজস্থানের কোটায় এক অন্যরকম বিয়ে দেখতে নিমন্ত্রিত অতিথিরা ছাড়াও, স্থানীয় মানুষজনও ভিড় করলেন ৷ এই বিয়ের বিশেষত্ব, বর বিয়ে করতে এসেছিলেন হেলিকপ্টারে চড়ে ৷ আর এমন কাণ্ড ঘটানোর কারণ, পাত্রের ঠাকুমা-ঠাকুরদার ইচ্ছে ৷ তাঁদের ইচ্ছেপূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন সুনীল প্রজাপতি (Man Uses Copter While Going to Marriage) ৷ বৃহস্পতিবার সুনীল এবং রেখার বিয়ে ছিল ৷ নাতির সঙ্গে হেলিকপ্টারে করে নাতবৌকে আনতে গেলেন বৃদ্ধ এবং বৃদ্ধাও ৷ কোটা শহরের বান্ধা ধর্মপুরার মৌর্য কলোনির বাসিন্দা সুনীলের বিয়ে হচ্ছে 60 কিলোমিটার দূরে ইটাওয়া শহরে ৷ এই দূরত্ব অনায়াসে গাড়িতে যাওয়া যেত ৷ কিন্তু, দাদু-ঠাকুমার ইচ্ছেপূরণ করতে নাতি ভাড়ায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গিয়েছেন ৷ তার জন্য অবশ্যই পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হয়েছে সুনীল এবং তাঁর ব্যবসায়িক বাবা কৃষ্ণমুরারী প্রজাপতিকে ৷ মেয়ের বাড়ির কাছে মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল ৷ সেখানেই পুলিশের নজরদারিতে হেলিকপ্টার নামে ৷ আর বিয়ের থেকেও বেশি করে হেলিকপ্টার দেখার জন্য লোকজন ভিড় করেছিল হেলিপ্যাডের আশেপাশে ৷ বৃহস্পিবার বিয়ের পর নতুন বৌকে নিয়ে হেলিকপ্টারে করেই নিজের বাড়িতে ফেরেন সুনীল এবং তাঁর দাদু-ঠাকুমা ৷