Jagadish on Nisith: আপনারা একটা চোরকে ভোট দিয়েছেন, নিশীথকে কটাক্ষ তৃণমূল বিধায়কের - শুভেন্দু অধিকারীকে কটাক্ষ জগদীশ বর্মা বসুনিয়া
🎬 Watch Now: Feature Video
আপনারা একটা চোরকে ভোট দিয়েছেন । যে চোর আপনাদের বাড়িতে চুরি করে, দোকানের মাল চুরি করে । তার নাম নিশীথ প্রামাণিক(Jagadish on Nisith)। এটা আমাদের কোচবিহারের লজ্জা । ভারতবর্ষের লজ্জা । চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে রবিবার সিতাইয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া(Jagadish Chandra Barma Basunia Criticise Nisith Pramanik and Suvendu Adhikari)। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST
TAGGED:
Jagadish on Nisith