Jagadhatri Puja 2022: আলোর শহরে আলো নিভিয়ে প্রতিবাদ জগদ্ধাত্রী পুজো কমিটির - turning off lights
🎬 Watch Now: Feature Video
আলোর শহর চন্দননগর (Chandannagar) । সেই চন্দননগরে আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ তালপুকুর ধার পুজো কমিটির (Jagadhatri puja committee) । তাদের অভিযোগ জগদ্ধাত্রী পুজো মণ্ডপের (Jagadhatri Puja) সামনে থাকা একটি দোকানকে নিয়ে । পুজোর সময় প্রতিবছর অস্থায়ী দোকানগুলি সরিয়ে দেওয়া হয় । কিন্তু সব দোকান সরলেও একটি স্থানান্তরিত হয়নি । তার ফলে বাঁধে গোল ৷ প্রতিবছর পুকুরের ধারে আলোকসজ্জা লাগানো হয় । তা দেখতে বহু মানুষ ভিড় জমান তালপুকুরে । কিন্ত দোকান না সরায় কেউ পুকুরের আলো দেখতে পাবে না বলে পুজো কমিটির দাবি । তাই দোকাদারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মণ্ডপের ও রাস্তার আলো বন্ধ করে দেওয়া হয়েছে (Turning off lights) ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST