Intoxicate Man: টাওয়ারে উঠে গান-নাচে মত্ত! মদের লোভে শেষমেশ নামলেন মদ্যপ ব্যক্তি - মোবাইল টাওয়ার
🎬 Watch Now: Feature Video
মোবাইল টাওয়ারে (Mobile Tower) উঠে গান-নাচে মত্ত মদ্যপ ব্যক্তি ৷ কোমর দুলিয়ে গানের তালে তালে নেচে চলেছেন ৷ স্থানীয়রা দেখতে পেয়েই তড়িঘড়ি যান সেখানে ৷ নীচে নেমে আসতে বলেন ৷ কারণ সেখান থেকে যদি একবার নীচে পড়ে যায় অথবা বিদ্যুৎস্পৃষ্ট যদি হয় তাহলে ব্যস আর দেখতে হবে না ৷ অনেক অনুরোধ করেও কিছুতেই নামানো যাচ্ছে না তাঁকে ৷ শেষমেশ মদের লোভ দেখানো হল ওই মদ্যপ ব্যক্তিকে (Intoxicate Man) ৷ যেমন লোভ দেখানো তেমনি কাজ! ওই যে কথায় আছে না 'জাতে মাতাল হলেও তালে ঠিক' ৷ মদের লোভে সুড়সুড় করে নীচে নেমে এলেন 'গুণধরবাবু' ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাইকারটারি এলাকার। ব্যক্তির নাম জগদীশ বর্মন ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST