Rishra Fire: রিষড়ার রেল বস্তিতে আগুন, ভস্মীভূত চারটি বাড়ি ও দুটি দোকান - Rishra Fire
🎬 Watch Now: Feature Video
রিষড়ায় রেল বস্তিতে আগুন লেগে ভস্মীভূত চারটি বাড়ি ও দুটি দোকান (Rishra Fire) । ঘটনাস্থলে দলকমের তিনটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । রিষড়ার 4 নম্বর রেল গেটের কাছে একটি কাচরার গোডাউনে আগুন লাগে । সেখান থেকে আগুন বস্তিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় । দমকল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে কী থেকে আগুন তা স্পষ্ট নয় । স্থানীয়দের দাবি, আবর্জনার মধ্যে ছোটো বডি স্প্রে বা গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় । প্লাস্টিক থাকায় আগুন ছড়িয়ে যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST